নীলফামারীতে করোনা আক্রান্ত সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ

নীলফামারী

নীলফামারীতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত ১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারীর সিভিল সার্জন রণজিৎ কুমার বর্ম্মন বলেন,  রংপুর মেডিক্যালে মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর মেশিনে এই নমুনা পরীক্ষা করা হবে।

৬টি টিম গত ২ এপ্রিল থেকে নীলফামারী জেলার ৬ উপজেলায় কাজ করছে। গত ২৪ ঘণ্টায় প্রতিটি উপজেলায় করোনা সন্দেহে ১৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছে আরও ১জন। এ নিয়ে হোম কোয়ারেন্টিনে আছেন মোট ৫১ জন। এছাড়াও ইতোমধ্যেই হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ২৯৪ জন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে শনাক্ত হয়নি। তবে আশা করছি এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত কোনও রোগী নেই।