মঙ্গলবার থেকে দুপুর ১টার পর হাটবাজার-দোকানপাট বন্ধের নির্দেশ

পঞ্চগড়করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পঞ্চগড় সদরসহ পাঁচ উপজেলার সব হাটবাজার ও দোকানপাট আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে দুপুর ১টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা হিসেবে শুধু ওষুধের দোকান খোলা থাকবে। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, দুপুর ১টার মধ্যে সবাইকে তাদের জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আহ্বান জানানো হয়েছে। এরপরও কেউ যদি এ সিদ্ধান্তের বিরোধিতা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বলা হয়—জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,  সেনাবাহিনী প্রচার-প্রচারণা অব্যাহত রাখার পরও হাটবাজার ও দোকানপাটে জনসমাগম দেখা গেছে। এছাড়া দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।