স্বেচ্ছা লকডাউনে দিনাজপুরের ১৭০ পরিবার

 

1

করোনাভাইরাসের সংক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্ত রাখতে দিনাজপুর শহরের ১৭০টি পরিবার স্বেচ্ছায় লকডাউনে গেছেন।  মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের সুইহারী আশ্রমপাড়ার বাসিন্দারা লকডাউনে যান। বাঁশের বেড়া দিয়ে  আশ্রয়মপাড়ার ৩টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে এলাকাবাসীদের মুক্ত রাখতে এই লকডাউনের উদ্যোগ নেয় স্থানীয়রা। সকাল থেকেই এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  জরুরি কাজ ছাড়া এলাকার মানুষও বাইরে যেতে পারবে না। বাইরের মানুষও এলাকায় প্রবেশ করতে পারবে না।

দুপুরে এই পাড়ার ৩টি প্রবেশপথের মধ্যে ২টি  বন্ধ করে দেওয়া হয়। একটি পথে খোলা। তবে সেখানে  হাত ধোয়ার জন্য পানি ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

এলাকার বিজয় মহন্তের স্ত্রী পপি মহন্ত বলেন, দুপুরেই এলাকাবাসী এই সিদ্ধান্ত নিয়ে চলাচলের ৩টি রাস্তা বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে কেউ যাতে এলাকা থেকে বের না হয় এবং  প্রবেশ না করে সে জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আশ্রমপাড়ার বাসিন্দা চিরঞ্জিত সরকার জানান, খুব জরুরি প্রয়োজনে কেউ এলাকায় প্রবেশ করলে তাকে আগে  হাত ভালো ধুয়ে জীবাণুনাশক স্প্রে করে প্রবেশ করতে বলা হয়েছে।