গাইবান্ধা লকডাউন

লকডাউনকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলা লকডাউনের (অবরুদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকাল ৫টা থেকে এই লকডাউন কার্যকর হবে।

জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে গাইবান্ধা জেলা ‘লকডাউন’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাইবান্ধার যেসব সংযোগ সড়ক রয়েছে, তা বন্ধ করে দেওয়া হবে। এছাড়া জেলার সঙ্গে অন্য জেলার যোগাযোগের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ জন দাঁড়িয়েছে। তাই সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আবদুল মতিন জানান, গাইবান্ধাকে লকডাউনের বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। সেখানে সব বিষয় উল্লেখ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতা মুক্ত থাকবে। বিকাল ৫টার পর থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউন 'অবরুদ্ধ' ঘোষণা কার্যকর থাকবে।

প্রসঙ্গত, এরআগে গত ১৯ মার্চ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশে প্রথম মাদারীপুরের শিবচর এলাকা লকডাউন করা হয়।