নীলফামারীতে ঢাকা ফেরত যুবক ও শিশুর করোনা

নীলফামারীনীলফামারীতে প্রতিদিন করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার (১৬ মে) রাতে আরও দুই জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে এক মেয়ে শিশু ও এক ঢাকা ফেরত যুবক রয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ জনে দাঁড়ালো।

রবিবার (১৭ মে) সকালে সিভিল সার্জন ডা. রনিজিৎ কুমার বর্মণ জানান, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন ৮১ জন এবং মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন এক হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭ জনসহ মোট ৪৩ জন চিকিৎসাধীন রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত দুই জনের মধ্যে জেলার ডোমার উপজেলায় ঢাকা ফেরত এক যুবক (৩০) ও জলঢাকা উপজেলায় এক শিশু (১০) রয়েছে।জেলায় গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করেছেন ৮৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন আর জেলায় মৃত্যু হয়েছে দুই জনের।