নীলফামারীতে র‌্যাবের ৬ সদস্য করোনায় আক্রান্ত

নীলফামারী

নীলফামারীতে দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। গত ২৪ ঘণ্টায় র‌্যাবের ৬ সদস্যসহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৫ মে) রাতে নীলফামারী সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,  জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯২ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে র‌্যাব-১৩ সিপিসি-২ এর ৬ জন, ডোমার উপজেলায় এক নারী (৪৫) ও সৈয়দপুর উপজেলায় এক  ব্যক্তি (৬৫)।  
মঙ্গলবার (২৬ মে) সকালে সিভিল সার্জন জানায়, জেলার ছয় উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৩১০ জনের। জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসেছে এক হাজার ১২৮ জনের রিপোর্ট। এর মধ্যে ৯২ জন করোনা পজিটিভ। আর সুস্থ হয়েছেন ৩৩ জন। মারা গেছেন দু’জন।