কৃষকের ধান কেটে দিলো কৃষক দল

এক কৃষকের ধান কেটে দিচ্ছেন কৃষক দলের নেতাকর্মীরাকরোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটের মধ্যে ঠাকুরগাঁওয়ে এক কৃষকের ধান কেটে দিয়েছে জেলা কৃষক দল। শুক্রবার (২৯ মে) জেলা সদরের রহিমানপুর ইউনিয়নের কৃষক ভবেশ চন্দ্র বর্মনের এক একর জমির বোরো ধান কেটে দেন জেলা সভাপতি আনোয়ারুল হকের নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা।

কৃষক দলের নেতারা জানান, করোনাকালে কৃষকরা শ্রমিক সংকটে ভুগছেন। তাই জেলা কৃষক দলের পক্ষ থেকে কৃষকদের এই সহযোগিতা করা হচ্ছে। এলাকায় ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ধান কাটা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী দলের সভাপতি তৈমুর রহমান। আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জ্বল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও দলের জেলা সহ-সভাপতি সুলতান ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান হান্নু, মহিলা দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরাতুন্নেসা প্যারিস , জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমানসহ কৃষক দলের স্থানীয় নেতারা।