নীলফামারীতে পুলিশ সদস্যসহ আরও ৫ জন করোনা আক্রান্ত

নীলফামারীনীলফামারী জেলায় নতুন করে ৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১৫ ও ১৬ জুনের পাঠানো ২৯টি নমুনার রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩২৫ জন। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন এ তথ্য জানান।

তিনি জানান,  নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে জেলার জলঢাকায় জাতীয় পার্টির সদস্য সচিব ও রাবেয়া মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু (৫৫) এবং মীরগঞ্জ ইউনিয়নের কাঞ্চনপাড়া ১ নম্বর ওয়ার্ডের একজন (৪৩) রয়েছেন। এ ছাড়া নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ের একজন এএসআই (৩৪)। সৈয়দপুর উপজেলার শুটকি আড়ত নিয়ামতপুর এলাকার একজন বৃদ্ধ (৬৫) এবং চাঁদনগর তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একজন নারী (৪৫) রয়েছেন।

সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলেন ৩২ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৯ জন, জলঢাকায় ৬৪  জন, ডিমলায় ৫০ জন, সৈয়দপুরে ৪২ জন, ডোমারে ৩৭ জন এবং কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন রয়েছেন। এ পর্যন্ত মরা গেছেন ছয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৩ জন।