ফের ইপিজেডে এক চীনা নাগরিকের করোনা পজিটিভ

করোনাভাইরাসফের নীলফামারীর উত্তরা ইপিজেডের এক চীনা নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। ওই ইপিজেডে আট জন চীনা নাগরিকসহ মোট করোনা শনাক্তের সংখ্যা ৪৩ জন।

রবিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় এই ফলাফল পাওয়া যায়। জেলায় নতুন করে শনাক্ত দুই জন হলেন, উত্তরা ইপিজেডের ওই চিনা নাগরিক (৫০) এবং জেলার ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের শাহপাড়ার একজন (৪৩)।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, ১২ জুলাই পর্যন্ত জেলায় সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা ৪৮৫ জন। এরমধ্যে সদরে ১৯৬, জলঢাকায় ৮৩, সৈয়দপুরে ৭১, ডিমলায় ৫২, ডোমারে ৪৫ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ৩৮ জন। এদের মধ্যে সর্ম্পূণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন। জেলার বাইরে (ঢাকা, রংপুরে) চিকিৎসাধীন আছেন ১৪ জন। মৃত্যু হয়েছে এক নারীসহ আট জনের এবং চিকিৎসাধীন রয়েছেন ১১৬ জন।