থানাগুলোকে জনবান্ধব করার আশ্বাস কুড়িগ্রামের প্রথম নারী এসপি’র

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কুড়িগ্রামের প্রথম নারী এসপি সৈয়দা জান্নাত আরাথানাগুলোকে জনবান্ধব করার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রামের প্রথম নারী পুলিশ সুপার (এসপি) সৈয়দা জান্নাত আরা। যোগদানের দুই দিনের মাথায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত পুলিশ সুপার বলেন, ‘যেহেতু মানুষ সমস্যায় পড়লে প্রথমে থানায় ছুটে যায়, এ জন্য কুড়িগ্রামের সব থানাকে জনবান্ধব করতে কাজ করবো। থানায় মামলা করতে না পারলে, আমার কাছে সাহায্য নিতে পারবেন যে কেউ।’

প্রযুক্তি ব্যবহার করে জনগণ ও গণমাধ্যমকর্মীরা যাতে পুলিশের সহযোগিতা নিতে পারে এ জন্য জেলা পুলিশের ফেসবুক আইডি সক্রিয় রাখার আশ্বাস দেন এসপি। পাশাপাশি কোনও মামলায় যাতে নিরাপরাধ ব্যক্তি অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজরদারি রাখার আশ্বাস দেন নবনিযুক্ত এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সুপার জেলার সংবাদকর্মীদের বিভিন্ন পরামর্শ গ্রহণ করে পুলিশের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোর প্রশংসা করবেন। এতে করে পুলিশের কাজের পরিবেশ ভালো থাকবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্লোল দত্ত, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রসঙ্গত, সৈয়দা জান্নাত আরা কুড়িগ্রাম জেলায় প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন। বিসিএস ২১তম ব্যাচের এই কর্র্মকর্তা এর আগে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এসপি হিসেবে কর্মরত ছিলেন।