হিলি সীমান্ত থেকে প্রচুর মাদক উদ্ধার

 

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৯ বোতল ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, ৬ বোতল বিদেশি মদ ও ৩৫৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

সোমবার দিবাগত রাত ১২ টা থেকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ৭টা পর্যন্ত বিজিবির হিলি আইসিপি, মংলা, ভাইগড় ও দাউদপুর ক্যাম্প কর্তৃপক্ষ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালামালগুলি উদ্ধার করে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস হাসান টিটো বাংলা ট্রিবিউনকে জানান, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে উল্লেখিত মাদকদ্রব্যগুলি দেশের অভ্যন্তরে প্রবেশের সময় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় কর্তব্যরত বিজিবি সদস্যরা মালামালগুলি উদ্ধার করে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।