প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক

দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত ও ব্যঙ্গ করে ফেসবুকে শেয়ার করার অভিযোগে মনির খান (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিরামপুর উপজেলার কাটলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মনির খান বিরামপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসামের ছেলে।

মামলার বাদী ও হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গত ১ ফেব্রুয়ারি ফেসবুক চালাতে গিয়ে হঠাৎ করে তিনি দেখতে পান (MD Monir Khan) নামে একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে এবং ব্যঙ্গাত্বকভাবে পোস্ট করা হয়েছে। পরে তিনি বিষয়টি নিয়ে খট্টামাধবপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে রাতে বিরামপুর থানায় এজাহার দায়ের করেন।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ১ ফেব্রুয়ারি মনির খান তার নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত ও ব্যঙ্গ করে ফেসবুকে শেয়ার করে। এ বিষয়ে ৩ ফেব্রয়ারি রাতে হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাদী হয়ে মনির খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার রাতেই অভিযান চালিয়ে মনিরকে উপজেলার কাটলা বাজার এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।