বিদ্যালয় থেকে ১১টি ল্যাপটপ চুরি

পঞ্চগড়ের শেখের হাট উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১১টি ল্যাপটপ চুরি হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে স্কুলের তালা খুলতে গিয়ে পিয়ন লুৎফর রহমান এ চুরির ঘটনা দেখতে পান। ল্যাবের দরজা খোলা ও ভেতরে কোনও ল্যাপটপ না পেয়ে বিষয়টি তিনি তাৎক্ষণিক প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের অবহিত করেন। সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বিদ্যালয়টি অবস্থিত।
শেখের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ল্যাবের চেয়ার টেবিল আছে ল্যাপটপগুলো উধাও।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজা ভেঙে চোরেরা ১১টি লাপটপ নিয়ে যায়। শনিবার সকালে পিয়ন লুৎফর রহমান জানান কম্পিউটার ল্যাবের ১১টি ল্যাপটপ চুরি হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি। এর পরপরই সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও জানান, স্কুলের নৈশ প্রহরী সাইফুল ইসলাম রাতে স্কুলেই থাকেন। তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো বুঝতে পারছেন না।