স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজে সাজলেন ৫০ বীর মুক্তিযোদ্ধা

নীলফামারীর জলঢাকায় শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে লাল সবুজ পোশাকে সজ্জিত করেন উপজেলা প্রশাসন। এ জন্য জলঢাকার সব মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ‘গত ১১ মার্চের সভায়  বীর মুক্তিযোদ্ধাদের লাল-সবুজের পোশাক দেওয়ার বিষয়টি প্রস্তাব করা হয়। আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হয়। তাই প্রশাসনের পক্ষ থেকে তাদের লাল-সবুজের পোশাক দেওয়া হয়েছে।’ 

আসাদুজ্জামান স্টালিন বলেন, ‘স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সাধারণ পোশাকে তাদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়। এতে জাতির শ্রেষ্ঠ সন্তানরা সাধারণ মানুষের কাতারে মিশে যায়। ফলে তাদের অনুষ্ঠানস্থলে চিহ্নিত করা যায় না। তারা সাধারণ নয় এমন কথা ভেবে সভায় লাল-সবুজ পাঞ্জাবি ও সাদা পাজামা দেওয়ার সিদ্ধান্ত হয়।’

লাল-সবুজ পোশাক পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে সংবর্ধনার আগে বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান ও আব্দুর রহিম বলেন, ‘জীবনের শেষ বেলায় এমন সাজে আমাদের সাজানো হবে আগে কখনও কল্পনাও করিনি। আমাদের আজকের এই পোশাক নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে।’ তাই এই দিনে সারাদেশে মুক্তিযোদ্ধাদের লাল-সবুজে সাজানোর দাবি জানানো হয়।