পুকুর খনন করতে গিয়ে মিললো ‘বরাহ অবতারের’ মূর্তি

দিনাজপুরের বোচাগঞ্জে পুকুর খননের সময় সনাতন ধর্মাবলম্বীদের ‘বরাহ অবতারের’ একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি স্থানীয় প্রশাসন উদ্ধার করে ট্রেজারি শাখায় জমা দিয়েছে।

রবিবার (২৮ মার্চ) দুপুরে মূর্তিটি প্রশাসন উদ্ধার করেছে। এর আগে উপজেলার আটগাঁও ইউনিয়নের বলিহারা গ্রামে নুরুন্নবী চৌধুরী নামে এক ব্যক্তির একটি পুকুর খননের সময় মূর্তিটি পায় স্থানীয় শ্রমিকরা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মূর্তিটির ওজন প্রায় ১৫ কেজি।

বিষয়টি নিশ্চিত করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল জানান, সকালে ওই ব্যক্তির পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি পায় শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে অবগত হয়ে ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এই মূর্তিটি সনাতন ধর্মাবলম্বীদের বরাহ অবতারের মূর্তি বলে জানা গেছে। মূর্তিটির ওজন প্রায় ১৫ কেজি। মূর্তিটি উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।