পুকুর কেটে পাওয়া ‘কষ্টি পাথরের’ মূর্তি নেওয়া হচ্ছিলো ইটভাটায়!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের মাটি খনন করতে গিয়ে একটি মূর্তি পাওয়া গেছে। পাশের এক ইটভাটায় নেওয়ার সময় স্থানীয়রা এটি শনাক্ত করেন। তারা বলছেন এটি কষ্টি পাথরের মূর্তি। তবে এটি আসলেই কষ্টি পাথরের কিনা, পরীক্ষানিরীক্ষার আগে তা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

হরিপুর উপজেলার জামুন কুমারপাড়া গ্রামের পূর্বপাশে আগুন গোয়ায় পুকুরের মাটি খনন করা হচ্ছিলো বৃহস্পতিবার বিকালে ৷ মাটি ট্রলিতে তুলে পাশের একটি ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এসময় ট্রলিতে মাটির মধ্যে মূর্তিটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

পুকুরের মালিক জগেন বলেন, আমি শুনেছি মাটি খননের সময় মূর্তিটি পায় শ্রমিকরা। এটি থানা পুলিশের কাছে জমা দেওয়া হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় লোকজন জানায় যে, গত বুধবার পুকুরে ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সঙ্গে চলে আসে। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেব জানান, আমরা খবর পেয় কথিত কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেছি। পরীক্ষা  করলে বুঝা যাবে এটি কিসের মূর্তি।