হিলি বন্দরে ছুটি প্রত্যাহার, চলছে আমদানি-রফতানি

ছুটি ঘোষণা দিলেও আটকে পড়া পণ্য খালাসে বন্দরের ব্যবসায়ীদের অনুরোধে আজ বুধবার (১২ মে) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়; যা আজ সরাদিন চলবে। তবে ১৩ মে থেকে ১৬ মে পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলা হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত টানা ৪ দিন সিআ্যন্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ভারতে আটকে থাকা পণ্য দেশে প্রবেশের জন্য বন্দরের আমদানি-রফতানিকারকদের বিশেষ অনুরোধে আজকের ছুটি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। তবে ঈদ উপলক্ষে আগামীকাল ১৩ মে বৃহস্পতিবার থেকে ১৬ মে রবিবার পর্যন্ত চার দিন সিআ্যন্ডএফ এজেন্টের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি আ্যসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্র দ্বারা ভারতীয় ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। ছুটি শেষে আগামী ১৭ মে সোমবার থেকে আবারও বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম শুরু হবে।’