খালি বস্তার দোকানে মাদকের ব্যবসা, গ্রেফতার ২

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পুরনো খালি বস্তার দোকানের আড়ালে মাদক ব্যবসার দায়ে রাজু আহম্মেদ (৪৫) ও তার সহযোগী জুয়েল রানা ওরফে বান্টি (৩০) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মে) রাত সাড়ে ৮টায় হিলি বাজারের পাতিলহাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫ বোতল মদ, ৫ বোতল ফেনসিডিল ও ৩০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়। রাজু আহম্মেদের বিরুদ্ধে আগের ১২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত রাজু আহম্মেদ হিলির মধ্যবাসুদেবপুর এলাকার মৃত জহুরুল হকের ছেলে এবং জুয়েল রানা একই এলাকার মাঠপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে। রাজু দীর্ঘদিন ধরে বাজারে প্রকাশ্যে বস্তার দোকানের আড়ালে মিনি বার পদ্ধতিতে মাদক বিক্রি করে আসছিল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে হিলি বাজারে রাজুর কথিত খালি বস্তার দোকনে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানের বিভিন্ন স্থান থেকে বিশেষ কায়দায় রাখা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৫ বোতল মদ, ৫ বোতল ফেনসিডিল ও ৩০টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয় এবং রাজু আহম্মেদ ও তার সহযোগী জুয়েল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজুর বিরুদ্ধে পূর্বের মাদকের ১২টি মামলা রয়েছে।’

রাজু আহম্মেদ এর আগেও মাদক মামলায় গ্রেফতার হয়, কিন্তু জামিনে বের হয়ে আসে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আছে। এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানান ওসি।