অনুমোদন না মেলায় হিলি দিয়ে আসেনি ভারতফেরত যাত্রী

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার কথা ছিল। তবে অনুমোদন জটিলতার কারণে মঙ্গলবারও (১৮ মে) হিলি দিয়ে যাত্রী আগমন-বহির্গমন হয়নি। দুপুর ১টা পর্যন্ত ভারত থেকে কোনও পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশ করেননি।

এদিকে ভারত থেকে প্রবেশে সোমবার (১৭ মে) থেকে দুই জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী চেকপোস্টে অপেক্ষায় রয়েছেন। আজ আরও চার জন সেখানে এসেছেন বলে স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, করোনার কারণে গত বছরের মার্চ থেকে শুরু করে দীর্ঘ ১৪ মাস বন্ধের পর, ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট খুলে দেওয়া হয়। তবে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ সেদেশের স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত অনুমোদন পায়নি। এ কারণে এখন পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের আগমন ও বহির্গমন শুরু হয়নি।