দিনাজপুরে ৭৬ কেজি ওজনের কষ্টি পাথরসহ মূর্তি উদ্ধার

দিনাজপুরের বোচাগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে এনে রাখা পরিত্যক্ত অবস্থায় দুটি মূর্তিসহ সাড়ে ৭৬ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে বোচাগঞ্জ উপজেলার ভাদুয়ারি এলাকায় এই অভিযান পরিচালনা করে দিনাজপুর ৪২ বিজিবির সদস্যরা।

অভিযানকালে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৩১ কেজি ওজনের একটি বেদী ও সাড়ে ৭ কেজি ওজনের একটি রাধাকৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়।

দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একটি বিশেষ টহল দল ও বরচুনা বিওপির টহল দলের সদস্যরা ভাদুয়ারি এলাকায় একটি লিচুর বাগানে অভিযান চালায়। অভিযানকালে সাড়ে ৭৬ কেজি ওজনের দুটি মূর্তি ও একটি বেদী পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কষ্টি পাথরের মূর্তিগুলো পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে জমা করছিল পাচারকারীরা।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিগুলোর আনুমানিক মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মূর্তি-কষ্ট পাথর কাস্টমস কর্তৃপক্ষের কাছ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।