লকডাউনের পঞ্চম দিনে গাইবান্ধায় ৮০ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে গাইবান্ধা জেলাজুড়েই ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে লকডাউন অমান্য করায় ৮০ মামলায় শতাধিক ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭০ হাজার ৪৫০ টাকা জরিমানা করে।

সোমবার (০৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ছাড়াও সাত উপজেলা শহর ও গুরুত্বপূর্ণ এলাকায় এই জরিমানা করা হয়। জেলা প্রশাসন থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে জেলার সদর উপজেলায় পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ২৫ মামলায় জরিমানা করেছেন ১৯ হাজার টাকা। পলাশবাড়ি উপজেলায় ছয় মামলায় দুই হাজার ৬০০, গোবিন্দগঞ্জে ১০ মামলায় ১৭ হাজার ১৫০, ফুলছড়িতে চার মামলায় তিন হাজার ৩০০, সাঘাটায় ২০ মামলায় ১৪ হাজার ৪০০, সাদুল্লাপুরে আট মামলায় আট হাজার ৪০০ ও সুন্দরগঞ্জ উপজেলায় সাত মামলায় পাঁচ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতগুলো।

এর আগে, লকডাউনের প্রথম চার দিনে (১ থেকে ৪ জুলাই) বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৩১২ মামলায় দুই লাখ পাঁচ হাজার ১৫০ টাকা জরিমানা হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ৩৯ জনের দেহে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ১১৭ জনে। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।