আড়াই বছর কারাভোগ, দেশে ফিরেছেন ভারতীয় ৩ নাগরিক

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আড়াই বছর কারাভোগ শেষে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে দেশের ফিরেছেন ভারতীয় তিন নাগরিক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় হিলি সীমান্তের চেকপোস্টের শূন্যরেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি সেকেন্দার আলী ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়ের নিকট তাদের হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে ফেরত যাওয়া ভারতীয় নাগরিকরা হলেন, ভারতের বালুরঘাট জেলার হিলি থানার ধরন্দা গ্রামের বিনোদ দেবনাথের ছেলে মানিক দেবনাথ (৪০),উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার চতরাগঞ্জ গ্রামের নাছির উদ্দিনের ছেলে কাজু মোহাম্মদ (৪০), একই এলাকার বদরুল মোহাম্মদের ছেলে আকেল মোহাম্মদ (১৭), সে বাক প্রতিবন্ধী।

মানিক দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, আমি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আমাদের এলাকা ঘুরছিলাম। এসময় মানসিক ভারসাম্য হারিয়ে ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ি। বিজিবি সদস্যরা আমাকে আটক করে পুলিশ ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠান। দুই বছর চার মাস পাঁচ দিন আটক ছিলাম, আজকে মুক্তি পেয়েছি।

ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায় বাংলা ট্রিবিউনকে বলেন, আজকে আমরা বাংলাদেশ থেকে তিন জন মুক্তিপ্রাপ্ত বন্দি যারা ভারতীয় নাগরিক তাদেরকে গ্রহণ করেছি। তারা অবৈধপথে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে আটক হয়ে বিভিন্ন জেলে বন্দি ছিলেন। আমরা সব প্রক্রিয়া শেষে ওই তিন জনকে অভিভাবকদের হাতে তুলে দেবো।       

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, তিন জন ভারতীয় নাগরিক তাদের মধ্যে একজন দিনাজপুর জেলখানায়, একজন পঞ্চগড় জেলখানায় ও অপর এক কিশোর যশোর কিশোর সংশোধনাগারে বন্দি ছিলেন। দুই দেশের মধ্যে দীর্ঘ পত্রালাপের মাধ্যমে আদালত থেকে তাদের মুক্তির আদেশ দেওয়ায় আজ তারা দেশে ফিরে যাচ্ছে।