‘পরিবার না পারলে এরশাদের কবর ঘিরে কমপ্লেক্স বানাবে রংপুরবাসী’ 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার কবর ঘিরে বিশেষ স্থাপনা গড়ে না তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, এরশাদ দেশের একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার ছোটভাই জিএম কাদের বিরোধী দলীয় উপনেতা ও দলের চেয়ারম্যান এবং স্ত্রী রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী, ছেলে সাদ এরশাদ রংপুর সদর আসনের এমপি তার এক ভাগিনাও এমপি। তারা বলেছিলেন এরশাদের কবরসহ পুরো এলাকায় একটা কমপ্লেক্স নির্মাণ করবেন। কিন্তু দু’বছরেও কিছুই হয়নি। এমনকি কবরটি পাকা পর্যন্ত করেননি তারা।

এসময় তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কবরের পাশে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। জিয়াউর রহমানের কবর এলাকায় কমপ্লেক্স হয়েছে। অথচ ৯ বছরের সফল রাষ্ট্রপতি ও রংপুরের মানুষের নয়নমনি এরশাদের কবর ঘিরে দুই বছরেও কিছু না হওয়া চরম ব্যর্থতা। তবে এ বছরের মধ্যে পরিবারের পক্ষ থেকে কমপ্লেক্স নির্মাণ না হলে, আমরা রংপুরের মানুষ নিজেরাই কমপ্লেক্স বানাবো।

বুধবার (১৪ জুলাই) এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তাফিজার রহমান মোস্তফা এসব কথা বলেন। 

আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম এবং সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, এরশাদ তাৎক্ষণিক যেকোনও সিদ্ধান্ত নিতে পারতেন। আজ দেশে যে মহামারি চলছে তিনি বেঁচে থাকলে এবং ক্ষমতায় থাকলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে করোনা মহামারি থেকে কিছুটা হলেও মুক্ত করতে পারতেন। 

সকাল থেকে নগরীর দর্শনা এলাকায় প্রয়াত এরশাদের পল্লী নিবাস বাসভবনের কাছে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা ও মহানগরের জাতীয় পার্টির নেতাকর্মী ও স্থানীয়রা। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়।