৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাস্টার্সের শিক্ষার্থী গ্রেফতার

রংপুরে মায়ের কোল থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রীসাগর মহন্তের বিরুদ্ধে। এ ঘটনার পর সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালী সদর থানা পুলিশ।

বুধবার (১৪) বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুরে ঘটনাটি ঘটে। বর্তমান শিশুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের কোলে ছিলো পাঁচ বছরের শিশু কন্যাটি। খেলার কথা বলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায় বিশ্বনাথপুরের বাসিন্দা কারমাইকেল কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শ্রীসাগর মহন্ত। এরপর সাগর নিজের বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। প্রচণ্ড রক্ত ক্ষরণে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে বাসা থেকে পালিয়ে যায় মহন্ত। একপর্যায়ে চিৎকার শুনে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শ্রীসাগর মহন্তের বিরুদ্ধে রংপুর কোতয়ালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই ধর্ষণের ঘটনার খবর পেয়ে শ্রীসাগর মহন্তকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘অমানবিক ঘটনাটি শোনার পর আমি অভিযুক্তকে গ্রেফতারের জন্য নির্দেশ দেই। বিভিন্নস্থানে অভিযানের পর ধর্ষক সাগর মহন্তকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছে।’