৬ দিন পর হিলি দিয়ে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। তবে পুরো কার্যক্রম স্বাভাবিক হতে আরও ২-৪ দিন সময় লাগবে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।
 
বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুলাই থেকে ২৪ জুলাই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। ঈদের ছুটি শেষে রবিবার দুপুর থেকে আমদানি-রফতানি শুরু হয়। একই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস শুরু হয়।