রংপুরে বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত, খালি নেই আইসিইউ

রংপুর বিভাগে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু অব্যাহতভাবে বেড়েই চলেছে। তবে আক্রান্তের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। একই সময়ে এক হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষায় ৫৭৫ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে।

গত ৩৩ দিনে এ বিভাগে ৫০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৫৫ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুরে দুইজন জন মারা গেছেন। এছাড়া  পঞ্চগড়ে ২, নীলফামারীতে ১, লালমনিরহাটে ১, ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুরে ২ এবং গাইবান্ধায় ৩ জন মারা গেছেন।

এ বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে রংপুর জেলায়; ১৫৪ জনের। এছাড়া পঞ্চগড়ে ৪৮, নীলফামারীতে ৬১, লালমনিরহাটে ২৫, কুড়িগ্রামে ৭৯, ঠাকুরগাঁওয়ে ৬৭, দিনাজপুরে ৯৭ এবং গাইবান্ধায় ৪৪ জন রয়েছেন। আজ আক্রান্তের হার ২৯ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে, রংপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ইউনিটের আটটি এবং দিনাজপুর হাসপাতালের ১৬টি আইসিইউ শয্যার একটিও খালি নেই। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ পর্যন্ত রংপুর বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ১৮ হাজার ৮১১টি। এর মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৫ হাজার ৪২৭ জন। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৭৬ জন।