ভ্রমণ বিলে অসঙ্গতি, কমিশনারকে সতর্ক পুলিশ সদর দফতরের

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আব্দুল আলীম মাহমুদের পাঁচ মাসের ভ্রমণ বিল অসঙ্গতিপূর্ণ হওয়ায় তা বাতিল করে চিঠি দিয়েছে পুলিশ সদর দফতর। 

এ বিষয়ে গত ২২ এপ্রিল পুলিশ সদর দফতরের এআইজি (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সম্যান্ট) মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেই সঙ্গে চিঠিতে এ ধরনের বিলের বিষয়ে তাকে ভবিষ্যতে সতর্ক থাকতে বলা হয়েছে।

আব্দুল আলীমকে দেওয়া চিঠিতে বলা হয়, ‘২০২০ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মোট পাঁচ মাসের ভ্রমণ বিলে উল্লেখিত স্থানসমূহের সঙ্গে সরকারি মোবাইল নম্বরের সিডিআরে প্রদর্শিত স্থানের মিল না থাকায়, বিল বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরএমপি কমিশনারকে পাঠানো পুলিশ সদরদফতরের চিঠি

এ বিষয়ে জানতে আরএমপি কমিশনার আব্দুল আলীমের মোবাইল ফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। গত ১৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের তৃতীয় প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিঠির বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। তবে এ সময় চিঠি নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

আব্দুল আলীমকে সতর্ক করে চিঠি পাঠানোর বিষয়ে পুলিশ সদরদফতরের এআইজি মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ভ্রমণ ব্যয় বিলে তথ্য অসঙ্গতির কারণে পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদকে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছিল।