একদিনেই ভারত থেকে এলো ৯৬ টন কাঁচা মরিচ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। মঙ্গলবার (৫ অক্টোবর) একদিনেই এ বন্দর দিয়ে দেশে এসেছে ৯৬ টন কাঁচা মরিচ। এতে পাইকারিতে কেজিতে কমেছে ২০ টাকার মতো। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১১০ টাকা বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতিবৃষ্টি ও খরার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষেত নষ্টের ফলে দেশীয় কাঁচা মরিচ উৎপাদন ব্যাহত হওয়ায় গত দুই সপ্তাহ ধরে দাম বাড়তে থাকে। দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। এদিকে, গত কয়েকদিন ভারতেও পণ্যটির দাম বেশি ছিল। তবে সেখানে দাম কমায় আবারও আমদানি বেড়েছে। এতে কমছে দাম। আজ বন্দরে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারিতে ৯০ টাকা দরে বিক্রি করা হয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর দিয়ে কাঁচা মরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে প্রথম দিকে ২-৫ ট্রাক করে কাঁচা এলেও এখন দিনে ৮-১০ ট্রাক মরিচ আমদানি হচ্ছে। মঙ্গলবার বন্দর দিয়ে ১১ ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যেখানে আগের দিনও বন্দর দিয়ে ৩১ টন কাঁচা মরিচ এসেছিল।’