হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে আমদানিকৃত কাঁচা মরিচবাহী ট্রাক প্রবেশ করে।
 
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। যদিও এই সময় শুধু পূজার সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরে সব কার্যক্রম চলছিল। বন্ধ শেষে আজ সকালে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। 

সকালে বন্দরে কর্মরত শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস, বাংলা ট্রাকে পণ্য ভর্তি ও ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।