ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ আটক এক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে চার পিস স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪০)। মোটরসাইকেলের হেডলাইটের ভেতরে করে স্বর্ণের বারগুলো পাচার করতে চেয়েছিল সে।

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় হিলি সীমান্তের ২৮৬ নং মেইন পিলার এর ১৪ নং সাবপিলার সংলগ্ন রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। সে ওই গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সুত্রে জানতে পারি যে একটি মোটরসাইকেলযোগে স্বর্ণ নিয়ে একজন চোরাকারবারি ভারতের দিকে যাবে। সেই সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে ফোর্স নিয়ে সীমান্তের রায়ভাগ এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে রায়ভাগ সীমান্তের কাঁচা রাস্তার দিকে আসলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি ধাওয়া দিয়ে নজরুল ইসলামকে আটক করে। তল্লাশি চালিয়ে তার মোটরসাইকেলের হেডলাইটের গ্লাসের ভেতর থেকে প্রায় ২৮ লাখ টাকার চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে চারটি সিমসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০ লাখ ৩৯৮টাকা।