প্রশ্নপত্রের ছবি তুলে কারাগারে পরীক্ষার্থী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে এক পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয়। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার কমলপুর এলাকায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের ৩০৫ নম্বর কক্ষে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্য একজনকে পাঠাচ্ছিল ওই পরীক্ষার্থী। বিষয়টি প্রথমে সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হলে তারা সংশ্লিষ্ট হলের পরিদর্শক হিতেন্দু রায়কে অবহিত করেন। মোবাইল ফোনসহ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। এরপর তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মামুনুর রশিদ।

ড. মামুনুর রশিদ বলেন, ওই ছাত্রী নিজেই পরীক্ষার্থী। প্রশ্নপত্রের ছবি তুলে সে একটি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেরণ করছিল। তবে খুব সামান্য একটি অংশ সে ছবি তুলতে পেরেছিল।