একদিনে কাঁচামরিচের দাম কমলো ১০ টাকা

আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি ১০ টাকা কমেছে। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ বন্দরে পাইকারিতে (ট্রাকসেল) ৭০ টাকা বিক্রি হয়। বুধবার (১০ নভেম্বর) কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মাস খানেক আগে দেশীয় কাঁচামরিচের সরবরাহ বাড়ায় ও দাম কমে আসায় বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি আবারও কিছু দিন ধরে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ কমেছে। এতে দাম বাড়ায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। 

তিনি বলেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ও ভারতের বাজারে দাম কিছুটা কমায় স্থলবন্দরের ছোট-বড় সব আমদানিকার কাঁচামরিচ আমদানিতে ঝুঁকছেন। এ কারণে বন্দর দিয়ে আমদানি বেড়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের তুলনায় আমদানি কিছুটা বেড়েছে। বন্দর দিয়ে গত ৭ নভেম্বর চারটি ট্রাকে ৩২ টন কাঁচামরিচ আমদানি হয়। পরদিন ছয় ট্রাকে ৩৯ টন আমদানি হয়েছিল। গতকাল মঙ্গলবার ১০টি ট্রাকে ৯০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।