আমদানি বন্ধ হলেও কাঁচামরিচের কেজি ২৫ টাকা  

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দাম নেমেছে ২৫ টাকায়। এক সপ্তাহ আগেও প্রতিকেজি দেশীয় কাঁচামরিচ পাইকারিতে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিলো। একইভাবে খুচরা বিক্রিতেও ৬০ টাকা থেকে নেমে প্রতিকেজি কাঁচামরিচ ৩০ টাকায় বিক্রি হচ্ছে।  

হিলি বাজারে কাঁচা পণ্য কিনতে আসা সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে সব জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী তখন মৌসুমি সবজি ও অন্য পণ্য বাজারে আসায় দাম কমছে। কয়েকদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম অনেক কমে এসেছে। কিছুদিন আগেও এক কেজি কাঁচামরিচ কিনতে ৬০ টাকা গুনতে হতো। আর মাস খানেক আগেও একই পরিমাণ মরিচ কিনতে খরচ হতো ১০০ টাকার বেশি। 

হিলি বাজারের দোকানি বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, আগে অতিরিক্ত গরম ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন কমে আসে। এতে বাড়তি দামে বিক্রি করতে হতো। এখন শীত মৌসুমে বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের আবাদ ভালো হওয়ায় উৎপাদন বেড়েছে, কমেছে দাম। নওগাঁ বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে বাজারে আসছে। এ অবস্থায় বন্দর দিয়ে কাঁচামরিচ আসা বন্ধ হলেও দামে প্রভাব পড়েনি।  
 
এছাড়া মৌসুমি অন্যান্য সবজির সরবরাহ বাড়ায় বাজার স্থিতিশীল আছে। বিভিন্ন পণ্যের দামও ক্রেতাদের হাতের নাগালে চলে এসেছে।