হিলিতে কমেছে পেঁয়াজের দাম

আমদানি কম হলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। একদিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে এক টাকা। রবিবার (৫ ডিসেম্বর) প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৩২ থেকে ৩৩ টাকা কেজি বিক্রি হয়। বর্তমানে বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা দরে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন মোকামে নতুন পেঁয়াজ ওঠেনি। এ কারণে সরবরাহ কমায় পুরনো পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এর ওপর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৈরি আবহাওয়ায় নৌপথ দিয়ে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। তাই বাজারে শুধু ভারতীয় পেঁয়াজের সরবরাহ রয়েছে। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। তবে হঠাৎ করে দাম বাড়ায় মোকামগুলোতে ক্রয় কমিয়ে দেওয়ায় চাহিদা কমেছ। এ কারণে আমদানি কম হলেও দাম কমেছে।

বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা কম। শনিবার বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ৯৪৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ১৫টি ট্রাকে পেঁয়াজ আমদানি হয়েছে ৪০৩ টন।