কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোড়ার অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোতালেব হোসেন (১৯) নামে এক তরুণ আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (০১ জানুয়ারি) ভোরে নারায়ণপুরের কালারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর ৯ এস-এর কাছে এ গুলির ঘটনা ঘটে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়ন কুড়িগ্রামের অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম গুলি ছোড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সীমান্ত সূত্র জানায়, আহত মোতালেব হোসেন নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালারচর গ্রামের আব্দুল রহিমের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে একদল গরু চোরাকারবারি কালারচর সীমান্তপথে ভারতের মন্ত্রীরচর এলাকায় কাঁটাতারের কাছে যায়। এ সময় ভারতের ৪১ বিএসএফের আসাম রাজ্যের মসলাবাড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মোতালেব গুলিবিদ্ধ হন। সহযোগীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

নারায়ণপুর ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শাহাদৎ হোসেন বলেন, ‘বিএসএফের ছোড়া গুলি মোতালেবের শরীরে লেগেছে বলে জানতে পেরেছি। সহযোগীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছে। তবে তার সর্বশেষ অবস্থা জানি না।’

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘সীমান্তে গুলির ঘটনায় একজন আহত হয়েছে বলে জেনেছি। তবে তাকে চিকিৎসার জন্য কোথায় নেওয়া হয়েছে তা নিশ্চিত হতে পারিনি।’  

নারায়ণপুর বিওপি ও স্থানীয়দের বরাত দিয়ে লে. কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন, ‘গুলি ছোড়ার বিষয়টি জানার পর বিজিবির সদস্যরা মোতালেবের বাড়িতে খোঁজখবর নিতে যান। মোতালেবের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে পরিবার। মোতালেব একমাস ধরে ঢাকায় রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আমরা নজর রাখছি।’

এক প্রশ্নের জবাবে বিজিবির এই অধিনায়ক বলেন, ‘গুলির শব্দ শোনা গেলেও বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। আমরা নিশ্চিত হতে পারলে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেবো।’