গল্প করে ভাব জমিয়ে হাসপাতাল থেকে নবজাতক চুরি

দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

নবজাতকে না পেয়ে প্রথমে স্বজনরা খোঁজাখুঁজি করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষকে জানান বিকাল ৩টার দিকে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬)। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই সকাল পৌনে ৯টার দিকে তিনি মেয়ে সন্তান জন্ম দেন তিনি। সবাই চলে গেলে হাসপাতালে প্রসূতি ও নবজাতকের জন্য থেকে যান ছোট বোন হাজেরা বেগম। দুপুরের দিকে হাসপাতালে থাকা বোরকা পরা এক নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। 
একপর্যায়ে তাদের মধ্যে ভাব জমে। দুপুরে খাবারের সময় হলে ওই নারী শিশুটির দেখাশোনা করবেন জানিয়ে দুই বোনকেই একসঙ্গে হাত-মুখ ধোয়ার জন্য শৌচাগারে পাঠান। পরে তারা উভয়েই ফিরে এসে দেখেন, ওই নারী ও নবজাতক নেই। তখন ঘড়িতে দুপুর ২টা। পরে তারা ওই নারীকে পুরো হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে বিকাল ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

প্রসূতির ছোট বোন হাজেরা বেগম বলেন, ‘আমার বোনের আগের তিনটি মেয়ে বাচ্চা আছে। আজ চতুর্থ বাচ্চাটিও মেয়ে হয়েছে। দুপুর ১২টার দিক থেকে ওই নারীর সঙ্গে আমাদের পরিচয় হয়। তার কথা-বার্তায় আমাদের ভালো লাগে। কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি, বাচ্চা চুরি করে নিয়ে যাবে সে। আমার দুলাভাই পেশায় একজন কসাই।’

কোতোয়ালি থানার এসআই শামীম বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা মোটামুটিভাবে ওই নারীকে শনাক্ত করতে পেরেছি।’