হিলিতে তীব্র শীতে বেড়েছে দুর্ভোগ

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। তীব্র শীতে কাজে যেতে পারছে না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে শীত উপেক্ষা করে বেরিয়েও কাজ না পেয়ে ফিরে আসছে।

পথচারী ইব্রাহিম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, গতকালের চেয়ে আজকে আরও বেশি শীত। গরম কাপড় পরেও শীত নিবারণ করা যাচ্ছে না।

শ্রমিক ইসরাফিল হোসেন বলেন, গত কয়েকদিন শীত কিছুটা কমলেও বৃষ্টিপাত হওয়ায় দুই দিন ধরে বেড়েছে। এই শীতের মধ্যে আমাদের মতো কাজের মানুষদের কষ্ট বেশি। তীব্র শীতে বাইরে বের হওয়া যাচ্ছে না। আবার কাজ না করলেও হয় না। তাই কষ্ট করে হলেও বের হতে হচ্ছে।

আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ দিনাজপুর অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার।