মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়

উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কুয়াশা ও হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া উপজেলায় ৮ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। 

গতকাল শনিবারও তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গত চার দিন ধরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। 

পড়ুন: তাপমাত্রার আরও খবর

রাতে ও সকালের দিকে বেশি শীত অনুভূত হচ্ছে। এই সময়ে তাপমাত্রা কমে যাচ্ছে। আবার সকালে রোদের দেখা মিললে তাপমাত্রা কিছুটা বাড়ছে। রাত যত গভীর হয় ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা ততই বাড়ে। রাতের শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় অসহায় ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

ঠান্ডাজনিত অসুখে ভুগছে শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে রোগী ভর্তি বাড়ছে। অনেক হাসপাতালে শয্যা ফাঁকা না থাকায় মেঝতে রাখা হচ্ছে রোগীদের। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সিরাজউদ্দৌলা পলিন জানান, প্রতি বছর শীতে ঠান্ডাজনিত রোগী বাড়ে। এই সময়ে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হয়। রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমাদের ফ্লোরিং করতে হচ্ছে। সীমিত সাধ্যের মধ্যে রোগীদের সেবা দিয়ে আসছি। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতে তাপমাত্রা কমে যায়, আবার দিনে বাড়ে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন:
আজকের আবহাওয়ার খবর।