ভারতে নেগেটিভ, চেকপোস্টে পজিটিভ

করোনা নেগেটিভ সনদ নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন তনুশ্রী রানি দাস (১৬) নামে এক কিশোরী। ফেরার আগে ৭২ ঘণ্টার মধ্যে তিনি ভারতে পরীক্ষা করিয়েছেন। সেখানে নেগেটিভ এসেছে।

তবে স্থলবন্দরের ইমিগ্রেশনে তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে। বর্তমানে তাকে ও তার মাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে পাঠানো হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকাল পৌনে ৪টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ওই কিশোরী তার মায়ের সঙ্গে দেশে ফেরে। সে বগুড়া জেলার আদমদিঘী থানার নসরতপুর বাজারের সব্যচি দাসের মেয়ে।

গত বছরের ২৬ নভেম্বর যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তনুশ্রী ও তার মা তৃষ্ণা রানী দাস চিকিৎসার জন্য ভারতে যান। এ নিয়ে ভারত থেকে নেগেটিভ সনদ নিয়ে ফেরা তিন যাত্রীর হিলি চেকপোস্টে পরীক্ষায় পজিটিভ এসেছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষা করে ভারত থেকে নেগেটিভ সনদ নিয়ে ওই কিশোরী ও তার মা দেশে ফেরেন। এ সময় ইমিগ্রেশন চেকপোস্টে কর্তব্যরত মেডিক্যাল টিম তাদের এন্টিজেন টেস্ট করে। এ সময় তনুশ্রী রানী দাসের পজিটিভ আসে। তবে তার মায়ের রিপোর্ট নেগেটিভ এসেছে। যেহেতু তার মা তার সংস্পর্শেই ছিল তাই আমরা মা ও মেয়ে দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রেখেছি।’

তিনি আর বলেন, ‘আমরা শুধু পজিটিভ বা নেগেটিভ নির্ণয় করতে পারি। ভারত থেকে আসা যাত্রীদের কারো ওমিক্রন কিংবা ডেল্টা ধরন কি-না এটি নির্ণয়ের জন্য জেনেটিক পরীক্ষা প্রয়োজন। সেটি ঢাকা ছাড়া সম্ভব নয়। এটি নির্ধারণের কোনও নির্দেশনা আমরা এখন পর্যন্ত পাইনি।’