ট্রাক্টরে করে নির্বাচনি শোডাউন, উল্টে প্রাণ গেলো কিশোরের

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর শোডাউনের সময় ট্রাক্টর উল্টে এর নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী নামের ১২ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের জামকুড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী একই ইউনিয়নের ধর্মজইন ভুটিয়াবন গ্রামের শরিফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকালে ৮নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর বাজার থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুর ইসলামের পক্ষে মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক্টর নিয়ে শোডাউন বের হয়। এটি ধর্মপুর জামকুড়ি মসজিদ এলাকা অতিক্রম করার সময় বেপরোয়া গতির একটি ট্রাক্টর উল্টে যায়। এতে ট্রাক্টরে থাকা মোহাম্মদ আলী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এই ঘটনায় কমপক্ষে আরও ১২ শিশু-কিশোর আহত হয়েছে। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরল উপজেলার জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বিরল থানার ওসি ফখরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি বিরল উপজেলার ছয় ইউনিয়নের ভোটগ্রহণ হবে।