দুই দিনের মাঝারি শৈত্যপ্রবাহে পঞ্চগড়ের জনজীবন স্থবির

পঞ্চগড়ে দুই দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মাঘের মাঝামাঝি সময়ে নামছে তাপমাত্রার পারদ। এ কারণে বাড়ছে শীতের দাপট। হাঁড় কাপানো শীত এই জনপদের মানুষকে কাঁবু করে ফেলেছে। সকালে ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রান্তিক জনপদের শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। 

পঞ্চগড়ে দুই দিন ধরে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে

আজ সকাল ১০টার পর আকাশে সূর্য দেখা মেলে। তবে রোদের তেজ না থাকায় হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। এতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, আগামী ৩-৪ দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। বাতাস বেড়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।