হিলিতে তাপমাত্রা বাড়লেও শীত কমেনি

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীত অব্যাহত রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঝরছে, সঙ্গে বইছে হিমেল বাতাস। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। ফলে যাত্রী কম পাচ্ছেন রিকশা-ভ্যান চালকরা।

পথচারী আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত কয়েক দিন ধরে হিলিতে তীব্র শীত পড়েছে। বাড়ি থেকে বের হওয়াই মুশকিল। বাজার করার জন্যেও বের হওয়া যাচ্ছে না। এতে করে খুব সমস্যার মধ্যে পড়েছে নিম্ন আয়ের মানুষ।’

ভ্যানচালক খালেদ হোসেন বলেন, ‘তীব্র শীতের সঙ্গে কুয়াশা ঝরছে। শীতের কারণে ভ্যান চালাতে ইচ্ছে করে না। তারপরও পেটের দায়ে বাড়ি থেকে বের হতে হয়। তাছাড়া আগের মতো যাত্রী পাওয়া যাচ্ছে না। এতে করে আয়-রোজগার কমে গেছে। খুব সমস্যার মধ্যে পড়েছি।’

হিলি বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলী বলেন, ‘কয়েক দিন ধরে খুব শীত পড়েছে। যার কারণে সকালে ক্ষেত থেকে সবজি তোলা যাচ্ছে না।’

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, গতকালের চেয়ে আজ (১ ফেব্রুয়ারি) দিনাজপুর অঞ্চলে তামপাত্রা কিছুটা বেড়েছে। গতকাল তাপমাত্রা ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ। বাতাসের গতি ঘন্টায় ৩ থেকে ৪ কিলোমিটার।