৫১ লাখ টাকা আত্মসাৎ, কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মামলাটি করেছে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খান প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে পর্যায়ক্রমে মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম এবং মমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আবু হেনা আশিকুর রহমান বলেন, ‘প্রতারণা ও জালিয়াতি করে তিন শিক্ষককে নিয়োগ এবং কলেজ ফান্ডের ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুদক আইনে অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’