শিক্ষকের দেওয়া ফুচকা খেয়ে ২ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড়ে এক মাদরাসা শিক্ষকের সরবরাহ করা ফুচকা খেয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (১৪ মে) রাতে পঞ্চগড় পৌরসভার রৌশনাবাগ এলাকার রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থীরা পঞ্চগড় আধুনিক সদর  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নুর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড় সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদরাসার শিক্ষক নুর আলম শহরের রৌশনাবাগ এলাকার রফিকুলের বাড়িতে যাতায়াত করতেন। শনিবার রাতে ওই শিক্ষক রফিকুলের বাড়িতে ফুচকা নিয়ে যান। সেখানে ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরে রফিকুল ইসলামের মেয়ে রহিমা (১৪) ও আব্দুর রাজ্জাকের মেয়ে রেখা (১৫) অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. রাকিবুল হাসান জানান, দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মুখ ফুলে গেছে। খাবারে বিষ জাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু বিষয় জানা দরকার। প্রয়োজনে তাদের আরও পরীক্ষাও করতে হতে পারে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, অভিযুক্ত শিক্ষক নুর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তও চলছে। ওই দুই শিক্ষার্থীর অভিভাবকদের থানায় আসতে বলা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।