হিলিতে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় হিলি খাদ্যগুদাম চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় এক কৃষকের কাছ থেকে ১ টন ধান কেনা হয়।

খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা বাংলা ট্রিবিউনকে বলেন, চলতি মৌসুমে হিলি খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে ৯৭৪ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ২৭ টাকা কেজি দরে কেনা হবে। এছাড়া মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ৪২৭ টন চাল সংগ্রহ করা হবে। আজ থেকে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

এ সময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাসদা ও খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।