হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়কে ভারত থেকে আমদনিকৃত পাথরবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়েছে। এ কারণে শনিবার (২১ মে) সকাল সোয়া ১১টা থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম চলছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে জানান, ‌ভারত থেকে আসা পাথরবাহী একটি ট্রাক শূন্যরেখা পার হয়ে হিলি কাস্টমস ভবনের সামনে বন্দরের প্রধান সড়কে বিকল হয়ে পড়ে। এতে বিকল্প কোনও পথ না থাকায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে পারছে না। তাই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, মিস্ত্রি এসে বিকল ট্রাকটি সচলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি সচল হলে বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম চালু হবে।