কাঁচা মরিচের কেজি ৪০ টাকা

সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে। একদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। দাম কমে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা খালেদ হোসেন বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। এতে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। তবে এর মধ্যে একটু আশার আলো দেখা দিয়েছে কাঁচামরিচের দামে। গতকাল যে কাঁচা মরিচ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হয়েছিল, আজ তা কেজিতে ২০ টাকা কমেছে।’

হোটেল মালিক রুবেল হোসেন বলেন, ‘আমার হোটেল রয়েছে। এ কারণে প্রতিদিন ৩-৪ কেজি করে কাঁচা মরিচ কিনতে হয়। কিন্তু দাম বাড়ায় চাহিদা মেটাতে সমস্যা হচ্ছিল। দাম কমে যাওয়ায় আমাদের কিনতে যেমন সুবিধা হচ্ছে তেমনি চাহীদামত কিনতে পারছি।

কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘দেশীয় কাঁচা মরিচের দাম কমছে। এ কারণে পড়তা না থাকায় বেশ কিছুদিন ধরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। নওগাঁ ও বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত কাঁচা মরিচ দিয়েই কয়েকদিন ধরে দেশের এই অঞ্চলের চাহিদা মিটছে। গত কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়ায় কখনও ঝড় কখনও বৃষ্টি হচ্ছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় কৃষকরা ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রি করছেন। এতে সরবরাহ বাড়ায় দাম কমতির দিকে রয়েছে।’