সীমান্তে আটক ভারতীয় গরু ১২ লাখ টাকায় বিক্রি

নীলফামারীর ডিমলায় পুলিশের অভিযানে আটক হওয়া আটটি ভারতীয় গরু নিলামে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকালে আদালতের মাধ্যমে প্রকাশ্য নিলামে গরুগুলো বিক্রি করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।

সেখানে উপস্থিত ছিলেন-সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহাদেব চন্দ্র রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন কবীর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক কুমার রায়, সরকারি কৌঁসুলি অক্ষয় কুমার রায়, কোর্ট ইন্সপেক্টর মমিনুল ইসলাম, ডিমলা থানার ওসি লাইছুর রহমান ও নীলফামারী সোনালী ব্যাংকের প্রতিনিধি বজলার রহমান চৌধুরী প্রমুখ।

কোর্ট ইন্সপেক্টর মমিনুল ইসলাম জানান, নিলামে আটটি গরু ১২ লাখ ১৩ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মে রাতে সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা) সার্কেল আলী মোহাম্মদ আব্দুল্লাহ ও ওসি লাইছুর রহমানসহ পুলিশের একটি দল উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের বালাপাড়া সলতুর মোড় এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় আটটি গরু জব্দ করেন। সেই গরুগুলো আজ বিক্রি করা হলো।