সিঁধ কেটে চুরি করতে গিয়ে মাটি চাপা পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোকানের সিঁধ কেটে চুরি করতে গিয়ে মাটি চাপা পড়ে মতিয়ার রহমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শনিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের ডাংগারহাট গ্রামের এক দোকানের পেছন থেকে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, রাতে চুরি করার জন্য একটি দোকানের পেছনের সিঁধ কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যায় মতিয়ার রহমান। তিনি ওই এলাকার আলিমদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাতে ডাংগারহাটের একটি পাকা মুদি দোকানের পেছনে সিঁধ কাটার সময় দেয়ালের পাশের মাটি তার ওপর ধসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবকের দুই সহযোগীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।