পেঁয়াজের কেজি ১৯ টাকা

দেশের বিভিন্ন মোকামে চাহিদা কমে আসায় মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে তিন টাকা করে। একদিন আগেও ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হয়েছে। তবে সোমবার (১ আগস্ট) সেই পেঁয়াজ ১৯ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষজনসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ীরা।  

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী স্বপন মুন্সী বাংলা ট্রিবিউনকে বলেন, দেশে পেঁয়াজের সররবাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। গত ৫ জুলাই থেকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হয়। বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক করে পেঁয়াজ আসছে। তবে গতকাল থেকে ট্রাকে বৃষ্টির পানি প্রবেশ করায় আমদানি হওয়া পেঁয়াজ ভিজে যাচ্ছে। এ কারণে অনেক ট্রাক থেকেই খারাপ মানের পেঁয়াজ বের হচ্ছে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামগুলোতে পেঁয়াজের বিক্রিও কমেছে। তাই একদিনের মাথায় পেঁয়াজের দাম কমেছে।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দর দিয়ে চলতি সপ্তাহের প্রথম দিন শনিবার ৩০টি ট্রাকে ৮২৫টন পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ২৩টি ট্রাকে ৬৭৪টন পেঁয়াজ এসেছে।